কাজী ফাবিয়া

প্রথম পাতা » জীবনী » কাজী ফাবিয়া


 কাজী ফাবিয়া

কাজী ফাবিয়া। পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। সৃষ্টিতেই যেন তার অপার আনন্দ। হোক তা ডিজাইন, হোক তা কোন কবিতা। আপন খেয়ালে ছবি আঁকা, সুরের ইন্দ্রজালে গানে গানে ভূবন গড়া তার শখ। ছেলেবেলায় সংস্কৃতিমনা মায়ের লেখা টুকরো টুকরো ছড়া তার লেখার অনুপ্রেরণার জায়গা করে নিয়েছিলো। লেখার অভ্যাস তাই ছোটবেলা থেকেই, ইংরেজী এবং বাংলা। চয়ন প্রকাশন হতে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অর্পণ’ ২০১৭ সালে প্রকাশিত হয়। দ্বিতীয় কাব্যগন্থ ‘শিরোনামহীন’।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ