মো: সায়েদ বাসিত

প্রথম পাতা » জীবনী » মো: সায়েদ বাসিত


 মো: সায়েদ বাসিত

কবি মো: সায়েদ বাসিত ১৯৯৪ সালের ১২ অক্টোবর মাগুরা জেলার শ্রীপুর থানার শীখোল ইউনিয়নের বরিশাট গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো: নুরুন্নবী বিশ্বাস, মাতা: ইসরাত জাহান। দুই ভাই এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি নিজ গ্রামের বরিশাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৯নং বারবাজার ইউনিয়নের হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায় এবং তিনি বারবাজার কলেজে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থিত সরকারি বাংলা কলেজে অধ্যয়নরত আছেন। স্কুল জীবন থেকে কবিতা লেখা, স্কাউটিং, মানব সেবামূলক কাজ, প্রকৃতির কাছে ছুটে যাওয়া ও বিশ্ব ভ্রমণ করা তার নেশা। এখন পর্যন্ত তিনি অনেক কবিতা, ছোটগল্প ও উপন্যাস লিখেছেন কিন্তু কোনো বই প্রকাশ করেননি। ‘সপ্তনীল’ তার প্রথম প্রকাশিত কবিতার বই। তার বিশেষ অর্জনের মধ্যে বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, নম্বর-টু-দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ও সর্বশেষ ২০১৯ সালে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তিনি বিভিন্ন সময় ঘটে যাওয়া দুর্যোগে উদ্ধারকর্মী হয়ে সাধারণ মানুষের জীবন বাঁচিয়েছেন, নিজের জীবন বাজি রেখে।তার লেখা বই -সপ্তনীল।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ