এস এম আলী আজগর রাজা (জীবনী)

প্রথম পাতা » জীবনী » এস এম আলী আজগর রাজা (জীবনী)


এস এম আলী আজগর রাজা

এস এম আলী আজগর রাজা। কবি, গবেষক, গল্পকার, নাট্যকার, নাট্য অভিনেতা, নাট্য পরিচালক, কথাসাহিত্যিক, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী সিনিয়র সাংবাদিক, সমাজকর্মী ও সংগঠক। মাতা-মোসাঃ ফাতেমা খাতুন, পিতা-এস কে বজলার রহমান (রেঞ্জার সাহেব)। জন্ম তারিখ : ৩১ ডিসেম্বর ১৯৬৭ খ্রিঃ। জন্ম স্থান : ঐতিহ্যবাহী ফাতেমা ম্যানসনে। গ্রাম-ইতনা, কোড-৭৫১২, উপজেলা-লোহাগড়া, জেলা-নড়াইল। স্ত্রী-মোসাঃ লতিফা আজগর উর্মী, কন্যা : ঋদ্ধি আজগর ঝিলিক (সাংবাদিক), পুত্র : এস এম ওয়াছিকুর রহমান জামী (বিএ অধ্যয়নরত)। রচিত কবিতার সংখ্যা পাঁচশ এর অধিক যা বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত হয়েছে। দুই শতাধিক আধুনিক, পল্লীগীতি, প্যারোডি, দেশাত্মবোধক সঙ্গীত ও নাটক রচয়িতা। ২৪ নভেম্বর ১৯৯৩ দুইদিন ব্যাপি চিত্রকর এস এম আলী আজগর রাজা ও চিত্রকর নারায়ণ চন্দ্র বিশ্বাস এর দ্বিতীয় যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। মোট চারটি যৌথ চিত্র প্রদর্শনী করছেন। এছাড়াও সেলিম দুরানি বিশ্বাস (ভারতের সব্যসাচী পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট বাচিক শিল্পী ও অভিনেতা) কর্তৃক “সম্মাননা স্মারক’ ২০২৩ পশ্চিমবঙ্গ, ভারত। প্রফেসর ড. বিপ্লব চক্রবর্তী (নাটক বিভাগ) রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত কর্তৃক ‘করুশ্রুতি’ সংগঠন থেকে “সম্মাননা স্মারক”- ২০২৩ পশ্চিমবঙ্গ, ভারত।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘নির্বাচিত কবিতা”   গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ