মোঃ শাহ আলম সরকার
প্রথম পাতা » জীবনী » মোঃ শাহ আলম সরকার
কবি বোরহান নামে লেখালেখি। প্রকৃত নাম মোঃ শাহ আলম সরকার। জন্ম ০৫ মার্চ ১৯৮০ গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মহেশপুর গ্রামে। পিতা মরহুম আব্দুল কুদ্দুস কারী পেশায় একজন শিক্ষক ছিলেন । মাতা মোছাঃ জহুরা খাতুন । তিন ভাই চার বোনের মধ্যে ষষ্ঠ। পড়ালেখায় হাতেখড়ি গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণী পর্যন্ত। পলাশবাড়ী সিনিয়র মাদ্রাসায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। লক্ষ্মীপুর রহিমা খাতুন উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি ১৯৯৫ সালে। এইচ.এস.সি পলাশবাড়ী সরকারী কলেজ হতে ১৯৯৭ সালে এবং পলাশবাড়ী আদর্শ কলেজ হতে ২০০২ সালে স্নাতক। ২০০৪ *সালে (ইলিস) রাজশাহী হতে ৭৩ তম পেশাগত কোর্স গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন । ২০১২ সালে (ইলিস) নীলক্ষেত, ঢাকা হতে ১২ তম পেশাগত কোর্স গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পি.জি.ডি) মেধা তালিকায় উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ হতে এম.এ । তিনি গ্রন্থাগার পেশায় নিয়োজিত । কলেজ জীবন হতেই লেখালেখির হাতেখড়ি। এটি তার প্রথম প্রকাশনা । এছাড়াও তার লেখা একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ও একটি শিশু কাব্য প্রকাশিতব্য । তার নিজের লেখা ও সুর করা কিছু গানও আছে ।তার লেখা বই -নবলতা।