আবু হেনা মোস্তফা কামাল

প্রথম পাতা » জীবনী » আবু হেনা মোস্তফা কামাল


আবু হেনা মোস্তফা কামাল
শিক্ষাবিদ কবি ও গীতিকার
আবু হেনা মোস্তফা কামাল একজন স্বনামধন্য কবি, ও শিক্ষাবিদ। সুবক্তা, টেলিভিশনের বককুশল রসিক উপস্থাপক ও আলোচক হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। জন্ম সিরাজগঞ্জ জেলার গোবিন্দ গ্রামে ১৯৩৬ খ্রিস্টাব্দের ১২ ডিসেম্বর। ১৯৫২ খ্রিস্টাব্দে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৪ তে ঢাকা কলেজ থেকে আই. এ. পাস। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান ও আই.এ. পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮-তে বাংলায় বি.এ. অনার্স ও একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ খ্রিস্টাব্দে বাংলায় এম.এ. ডিগ্রি লাভ করেন। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৬-১৯৬৯ সময় পরিসরে লন্ডন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষালাভ করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ‘বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং- এ ১৮১৮-১৮৩১’ শীর্ষক রচনা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পাবনা এডওয়ার্ড কলেজ, চাঁপাই নবাবগঞ্জ কলেজ ও রাজশাহী সরকারি কলেজে অধ্যাপনা করেন। ১৯৬২ খ্রিস্টাব্দে সহকারী পরিচালক পদে জনসংযোগ পরিদপ্তরে (ইডেন বিল্ডিং-এ) যোগদান করেন। প্রায় এক বছর এ পদে কর্মরত ছিলেন। ১৯৬৩-র ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক নিযুক্ত হন। ১৯৬৫-র ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৭০-এর ২০ ডিসেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ চলার সময়ে রাজশাহী বেতারে পাকিস্তানের পক্ষে অনুষ্ঠান করার দায়ে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২-এর জানুয়ারি মাসে কিছুদিন কারাভোগ করেন। ১৯৭৩- এর সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক পদে যোগদান করেন। ১৯৭৬-এর ২৬ জুন প্রফেসর পদে উন্নীত হন। ১৯৭৮-এর ১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রফেসর পদে যোগদান করেন। ১৯৮৪- র ২ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে যোগ দেন। মৃত্যুকাল অবধি এ পদে অধিষ্ঠিত ছিলেন। কবিতা, প্রবন্ধ ও গান লিখে সুনাম অর্জন করেন।গ্রন্থাবলী: কাব্য- আপন যৌবন বৈরী (১৯৭৪), যেহেতু জন্মান্ধ (১৯৮৪), আক্রান্ত গঞ্জল (১৯৮৮); প্রবন্ধ-গবেষণা-শিল্পীর রূপান্তর (১৯৭৫), The Bengali Press and Literary Writing (1977), কথা ও কবিতা (১৯৮১)। আলাওল পুরস্কার (১৯৭৫), সুহৃদ সাহিত্য স্বর্ণপদক (১৯৮৬), একুশে পদক (১৯৮৭), আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯), সা’দত আলী আকন্দ স্মৃতি পুরস্কার (১৯৯১) লাভ। মৃত্যু, ঢাকা, ২৩.৯.১৯৮৯. ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ