জয়নুল আবেদীন

প্রথম পাতা » জীবনী » জয়নুল আবেদীন


জয়নুল আবেদীন
জন্ম : ২১ আগস্ট ১৯৫৩ রামপ্রসাদের চর, মেঘনা, কুমিল্লা পিতা : মরহুম ই আলী প্রধান মাতা : আহ্লাদী বেগম ।
শিক্ষা : এমএ (বাঙলা সাহিত্য ঢাবি)সহ আইনে
স্নাতক ।
পেশা : আইনজীবী ও কলামিস্ট প্রকাশিত গ্রন্থ—
,
ভ্রমণ : বিলেতের পথে পথে, টুইন টাওয়ারের দেশে, তুষার কন্যার দেশে, দিল্লি আগ্রা ও আজমির, আমার দেখা আরব, কক্সবাজার ও মহেশখালী, জিনজিরা থেকে সেন্টমার্টিন, পর্যটকের চোখে নিঝুম দ্বীপ, ভারতে চিকিৎসা সফর ও কালের কবলে সেন্টমার্টিন । শিশুতোষ : ভুল ভেজালে ভোলা, জ্বীন ভূতের অদ্ভুত সব কাণ্ড, সীগাল দ্বীপের অমিডন, টুসি আমার টুসি ।
আত্ম ও কর্মজীবনালেখ্য : মা ও বিচারের বানী । রূপক ও কমেডি : চিত্রগুপ্তের খাতা ও ডেডম্যান লাফিং। যুগ, ধর্ম ও ঐতিহ্য, ফেসবুক ডটকম ও সুখপাখির গল্প, নববী থেকে খাজা চিশতি ও কালের কবলে ।
উপন্যাস ও গল্পগ্রন্থ : কলঙ্কিনী কবিতা ও অমিডন ।
জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত (১৩ এপ্রিল ২০২১ পর্যন্ত) ১১৬টি প্রবন্ধ : গণতন্ত্র ও গোঁয়ারের গল্প, বিশ্বজোড়া পাঠশালা মোর ও মেঘনাপাড়ের গাঁ ,সালমার সংসার 2022।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ