জেসমিন জাহান(Jesmin zahan)

প্রথম পাতা » জীবনী » জেসমিন জাহান(Jesmin zahan)


জেসমিন জাহান

জেসমিন জাহান  বাবা আব্দুর রশিদ ও মা আয়শা খানমের প্রথম সন্তান হলেন জেসমিন। পুরো নাম জেসমিন জাহান। বন্ধুরা তাকেজুঁইফুল’ বলে ডাকে। জন্ম ২৯ অক্টোবর ঢাকার মিরপুরে। পৈতৃক নিবাস গাজীপুর জেলায়। ও পড়ালেখা করেছেন ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ে। বাংলায় এমএ-সহ এমএড ডিগ্রি অর্জন কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে এবং অদ্যাবধি এ মহান পেশায় নিয়োজিত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্রসন্তানের জননী । ইঞ্জিনিয়ার বাবা এবং সাহিত্যমনা মায়ের অনুপ্রেরণায়
ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত হন। ছড়া-কবিতা, গল্প-প্রবন্ধ লিখে চলেছেন প্রতিনিয়ত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় লিখেছেন এবং সম্পাদনার কাজটিও করেছেন।
প্রকাশিত গ্রন্থ
কাব্যগ্রন্থ : ধ্রুপদী সন্ধ্যায় (২০২১)
সম্পাদিত কাব্যগ্রন্থ : আমাদের কাব্যকথা’ বা.সা. প-  (২০২০)
সম্পাদনা : ‘সাহিত্য স্পন্দন’ মাসিক পত্রিকার সহযোগী সম্পাদক। যৌথ কাব্যগ্রন্থ : পাঁচটি ।
তার লেখা কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ বিভিন্ন সাহিত্য পত্রিকা ও সাময়িকীতেও প্রকাশিত হয়েছে । অনলাইন ছাড়াও বিভিন্ন পত্রিকা ও সংগঠনের সাথে যুক্ত আছেন । সাহিত্যপ্রেমী এই মানুষটি স্বপ্ন দেখেন কলুষমুক্ত ও বৈষম্যহীন মানবিক আলোয় উদ্ভাসিত শুদ্ধ এক পৃথিবীর ।

তথ্যসূত্র: ২০২১ সালে প্রকাশিত  ‘ধ্রুপদী সন্ধ্যায়’  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ