আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

প্রথম পাতা » জীবনী » আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া


 আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯১৮ সালের ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি গ্রামে জন্মগ্রহণ করন। কৃতিত্বপূর্ণ শিক্ষাজীবন ও বগুড়ার আযিযুল হক কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্যে কিছুদিন শিক্ষকতার পর ১৯৪৭ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হন এবং পর্যায়ক্রমে পদোন্নতি লাভ করে বাংলাদেশ সরকারের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কৃতিত্বসহকারে দায়িত্ব পালনের মাধ্যমে ১৯৭৬ সালে অবসর গ্রহণ করেন।প্রত্নতত্ত্ববিদ, বহুভাষাবিদ ও অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার বিচরণ প্রত্নতত্ত্ব, ইতিহাস, নৃতত্ত্ব, মধ্যযুগের বাংলা সাহিত্য, ফারসি এবং ইংরেজি ভাষা অনুবাদসহ সাহিত্যের নানান শাখায় নিরলসভাবে কলম চালিয়ে যাচ্ছেন ।
তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩২। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো, বাঙলাদেশের প্রত্নসম্পদ, বাঙলাদেশের প্রত্নকীর্তি প্রথম ও দ্বিতীয় খণ্ড, গ্রামবাঙলার হাসির গল্প, বাঙালির নৃতাত্ত্বিক পরিচিতি, কুমিল্লা জেলার ইতিহাস, ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস, মুক্তিযোদ্ধা রাজাকার এবং একটি তরুণী, নবাব সিরাজ-উদ-দৌলা, গাযী কালু ও চম্পাবতী উপাখ্যান, গুপীচন্দ্রের সন্ন্যাস, বরেন্দ্র অঞ্চলের ইতিহাস ইত্যাদি। মূল ফারসি থেকে অনূদিত গ্রন্থগুলো-তবকাত-ই নাসিরী, তারিখ-ই বাঙ্গালা-ই মহব্বতজঙ্গী, নওবাহার-ই মুর্শিদকুলি খান, সিয়ারউল মুতাখখিরিন। ইংরেজি ভাষায় লিখেছেন, আৰ্কিলজিক্যাল হেরিটেজ অব বাংলাদেশ। গবেষণা সাহিত্যে অবদানের জন্য পেয়েছেন বহু পুরস্কার- এর মধ্যে উল্লেখযোগ্য ২০০৫ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ