মাসুম বিল্লাহ

প্রথম পাতা » জীবনী » মাসুম বিল্লাহ


 মাসুম বিল্লাহ



মাসুম বিল্লাহ, ১৫ ফেব্রুয়ারি ১৯৮১ সালে বরিশাল শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আবু জাফর মোল্লা ও মাতা আনোয়ারা বেগম। চার ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি সাগরদী আলিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন, ঢাকা নারিন্দা দারুল উলুম আহসানিয়া সিনিয়র মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন, ডঃ মালিকা ইউনিভার্সিটি কলেজ ধানমন্ডি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং বরিশাল সিটি কলেজ থেকে বি, এ, পাশ করেন ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স পাশ করেন ছোট বেলা থেকেই স্রষ্টা ও সৃষ্টির প্রতি মানুষের সহজাত প্রশ্ন কবিকে ভাবিয়ে তুলে সমাজের নানান অন্যায় অবিচার ও অবক্ষয়ের বিরুদ্ধে তিনি কলম তুলে সমাজকে জাগ্রত করার চেষ্টা করেন ছোটবেলা থেকেই দেশিবেদেশি বিভিন্ন লেখকের প্রচুর বই পড়তেন। তা থেকেই লেখায় হাতেখড়ি। লেখালেখি করে তিনি বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ অনলাইন গ্রুপ থেকে সম্মাননা পেয়েছেন।প্রকাশিত কাব্যগ্রন্থ (০২টি যৌথ) : পয়মন্ত প্রথমা ও কাব্য কথায় চন্দ্রদ্বীপ তিনি স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টাল ও গ্রুপে লেখালেখি করেন।
তথ্যসূত্র: .২০২১ সালে প্রকাশিত    ’প্রকৃতির প্রেম’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ