ড. মুহাম্মদ আসাদুজ্জামান (Dr.Muhammad Asaduzzaman)

প্রথম পাতা » জীবনী » ড. মুহাম্মদ আসাদুজ্জামান (Dr.Muhammad Asaduzzaman)


 ড. মুহাম্মদ আসাদুজ্জামান
ড. মুহাম্মদ আসাদুজ্জামান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বেড়াডাকুরী গ্রামে ১৯৭৮ খ্রিষ্টাব্দের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আজিজুল হক এবং মাতা হাওয়া বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বের সাথে সাফল্য লাভ করেন। কর্মজীবন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং অদ্যাবধি তিনি এ প্রতিষ্ঠানের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসাবে কর্মরত আছেন।তাঁর প্রকাশিত গ্রন্থ
শুদ্ধিকরণ,
বাগধারা-বাগবিধি, প্রবাদ প্রবচন, অনুবাদের ইতিবৃত্ত, রবীন্দ্রনাথ: চতুর্থ দশ বছর, ভাষাদর্শনের ইতিবৃত্ত, আধুনিক শৈলীবিজ্ঞান ও সাহিত্যবিচার, ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব, এসএসসি প্রোগ্রাম বাংলা দ্বিতীয়পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জ্যোতির্ময় বাংলা সংস্কৃতি। সৃজনশীল গ্রন্থের মধ্যে-কাব্যগ্রন্থ-ভালোবাসার লালটিপ (কথা প্রকাশ, ২০১৯), গল্পের বই- ভালোবাসার গল্প (অন্য প্রকাশ, ২০২০), উপন্যাস-একটি হত্যা এবং অতঃপর (চন্দ্রছাপ, ২০২২)। তিনি মোট ২৭টি গান রচনা করেছেন।
সম্মাননা ও সংবর্ধনা
১. ছায়ানীড় সংবর্ধিত গুণিজন-২০১৮
২. ছায়ানীড় ভাষাতাত্ত্বিক উৎকর্ষ সম্মাননা-২০১৯
৩. ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ শিক্ষাবিদ সবংর্ধনা-২০২১ প্রভৃতি।
পুরস্কার
১. সিডি আরসি অ্যাওয়ার্ড-২০২১ (বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে)
২. ছায়নীড় সেরা লেখক পুরস্কার-২০২১
প্রকাশিতব্য গ্রন্থ
১. রূপতত্ত্ব ভাবনা
২. ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাবিজ্ঞান
৩. বিবিধ প্রবন্ধ




আর্কাইভ