অভী চৌধুরী

প্রথম পাতা » জীবনী » অভী চৌধুরী


 অভী চৌধুরী

অভী চৌধুরীর পুরো নাম ফজলে এলাহি চৌধুরী । জন্ম ২১ ফেব্রুয়ারি ১৯৭৪ । তাঁর বাবা হুমায়ূন কবীর চৌধুরী এবং মা মাহবুবা খাতুন । মুন্সীগঞ্জ জেলার মজিদপুর দয়হাটা গ্রামে তাঁর বাড়ি । শ্রীনগর পাইলট হাই স্কুল ও নটর ডেম কলেজে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ।
ঘুরে বেড়াতে তিনি পছন্দ করেন । কিন্তু শরীর বয়ে বেড়ানোটা তাঁর কাছে নিরাপদ মনে হয় না । মরে গেলে স্ত্রী ঝুমুর আহমেদ ও শিশুকন্যা মন্ত্রমধুরার দৈন্য-দশা কল্পনা তাঁকে তাড়া করে বেড়ায় । মরে গিয়ে তিনি বাসার আসবাব রাখবার মতো কোনো স্বজন খুঁজে পান না । তখন খুব বেঁচে থাকার ইচ্ছে জাগে তাঁর । জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রচিত প্রেম ও বিষাদের কাব্য — ‘একগুচ্ছ জুঁই’ ।
দীর্ঘ আট বছর সরকারি কলেজে শিক্ষকতা করেছেন । আপাতত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াচ্ছেন । বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, ছায়ানটের শ্রোতার আসরে গান গাইবার স্মৃতি আছে তাঁর । স্নাতকোত্তর ও এম. ফিল গবেষণা করেছেন রবীন্দ্রনাথের গান নিয়ে । সম্প্রতি ভাষাদর্শন বিষয়ে উচ্চতর গবেষণা করছেন ।
প্রকাশিত গ্রন্থ
‘অবেলার গান’ (কাব্যগ্রন্থ), সবুজপত্র প্রকাশনী, কলকাতা (২০০৭)।
‘নিহিতার্থের খোঁজে’ (গদ্যগ্রন্থ), মনফকিরা প্রকাশনী, কলকাতা (২০১১)।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ