জুলফিকার শাহিন(zulfiquer Shahin)

প্রথম পাতা » জীবনী » জুলফিকার শাহিন(zulfiquer Shahin)


 জুলফিকার শাহিন

জুলফিকার শাহিন: জন্ম ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিভৃত পল্লী ধর্মপাড়ায়। মা শাহিনুর আক্তার বাবা জুলফিকার আলম। জুলফিকার শাহিন শৈলকূপা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং শৈলকূপা সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে বিএসসি এবং এমএসসি ডিগ্রী অর্জন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে। লেখালেখিতে তিনি অনিয়মিত হলেও লেখার প্রতি প্রবল ইচ্ছা তার ছোটবেলা থেকেই । বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তিনি শখের বশে ছড়া ও কবিতা লিখে থাকেন। তবে তার বিচরণ কবিতার জগতেই বেশি। জুলফিকার শাহিনের কবিতায় দ্রোহ, প্রেম ও বিরহের প্রতিচ্ছায়ায় নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায়। ছাত্রজীবন থেকেই তিনি মানুষের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনে কর্মরত আছেন।

তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত  ‘যে সুতোয় তুমি স্বপ্ন বোনো’  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ