আনিসুল কবীর

প্রথম পাতা » জীবনী » আনিসুল কবীর


 আনিসুল কবীর

আনিসুল কবীর বৈচিত্রময় মানুষ। জীবনের পদে পদে সঞ্চিত বিচিত্র অভিজ্ঞতা নানাবিধ বিষয়ে আগ্রহী করে তুলেছে নানা সময়ে। বাংলাদেশের বিভিন্ন জেলায় ৬টির বেশি স্কুলে পড়ালেখা করেছেন, তবে ৭ম শ্রেণি থেকে ঢাকাবাসি। প্রিয় শহর রাজশাহী ।
পেশাগতভাবে একজন পরিবেশবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়ালেখা শেষ করে চাকরি করেছেন বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিডোসহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। ২০১২ সাল থেকে কার্টুন ম্যাগাজিন উন্মাদ ও ভ্রমণ ম্যাগাজিন ট্রাভেল এন্ড ফ্যাশন-এর সাথে যুক্ত আছেন । পারিবারিক ব্যবসাতেও যুক্ত আছেন ২০০৬ থেকে । তবে একজন বিদদ্ধ ভ্রমণকারী হিসাবে পরিচিত কাছের মানুষের কাছে । শখের ফটোগ্রাফার। ২০১৭ সালের ডিসেম্বরে “বৈচিত্রময় বাংলাদেশ’ নামে একটি আলোকচিত্র প্রদর্শনী করেছেন রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারীতে। ব্যাক্তিগত জীবনে এক মেয়ে ও এক ছেলের বাবা ।তার লেখা বই- দার্জিলিং থেকে কাস্মীর।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ