মাঈন উদ্দিন (main uddin)

প্রথম পাতা » জীবনী » মাঈন উদ্দিন (main uddin)


মাঈন উদ্দিন


মাঈন উদ্দিন সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডাস্থ দাতিয়া পাড়া গ্রামে ১৯৮৯ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন।সম্ভ্রান্ত মুসলিম দম্পতি ‘মরহুম আব্দুল আলী ও মোছাঃ চাঁন বানু বেগম’ এর দুই ছেলের মধ্যে মাঈন উদ্দিন কনিষ্ঠ। সুনামগঞ্জের খ্যাতিমান মাদরাসা ‘মহিষখলা দাখিল মাদ্রাসা এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ’ এ অধ্যয়ন করেছেন ।বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন ।
বন্ধুসুলভ ও মিশুক মনের অধিকারী মাঈন উদ্দিন এর সাহিত্য ও সংস্কৃতির চর্চার হাতেখড়ি কিশোর বয়সেই। ছোটগল্পে তার দারুণ দখল। মূলত তিনি একজন একনিষ্ঠ পাঠক। বইপাঠ করতে করতেই তার কলম চলে ছোটগল্পে। সমাজের বাস্তব চিত্রগুলো অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন তার প্রতিটি গল্পে ।
তরুণ প্রতিভাবান মাঈন উদ্দিন রচিত ‘নিরামিষ বসন্ত’ তার প্রথম ছোটগল্পের মৌলিক বই ।
বইটিতে মোট দশটি গল্প (অনন্য সংগ্রাম, অভিশাপ্ত প্রেম, কান কথা, খুকির আকাশে মেঘ, অসমাপ্ত ভালবাসা, তৃপ্তিতে যত সুখ, দীপাকৃতি ছায়া, বিলাত ফেরত সোনার আংটি, বীরেরা যেমন হয়, সাত রাজার ধন) রয়েছে।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত   ’নিরাময় বসন্ত’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ