আতাউর রহমান কানন ( ataur rahman kanon )

প্রথম পাতা » জীবনী » আতাউর রহমান কানন ( ataur rahman kanon )


আতাউর রহমান কানন

আতাউর রহমান কানন

ঢাকা জেলার ধামরাইয়ে জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল, ঢাকা কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তাঁর লেখা কবিতা, ছড়া, নাটক, গান, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ২২টি। তাঁর লেখা ১২টি গান নিয়ে ‘এই বৃষ্টি ভেজা দিন’ নামক সিডি বেরিয়েছে। এতে দেশের খ্যাতিমান ১২ জন শিল্পী কণ্ঠ দিয়েছেন। সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সহবত সাহিত্য পুরস্কার’, ‘পুঠিয়া সাহিত্য পদক’, ‘অরুণিমা সাহিত্য পুরস্কার’, ‘রাজশাহী সাহিত্য পরিষদ পদক’, ‘কবি বাবু ফরিদী সাহিত্য পদক’, ‘নির্ণয় শিল্পীগোষ্ঠী স্বর্ণপদক’, ‘কবি সুফি মোতাহার হোসেন স্বর্ণপদক’, ‘সুকুমার রায় সাহিত্য পদক’, ‘লিজা ললিতকলা একাডেমি পদক’ ইত্যাদি পেয়েছেন। এছাড়া অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০ উপলক্ষ্যে কবিতার জন্য তিনি বাংলাদেশ জাতীয় লেখক ফোরাম কর্তৃক পুরস্কৃত হয়েছেন। তিনি বাংলা একাডেমি, পুঠিয়া সাহিত্য পরিষদ, রাজশাহী সাহিত্য পরিষদ, কবিতা ক্লাব এবং উত্তরবঙ্গ সংস্কৃতি পরিষদের সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ বেতার ও টিভির একজন তালিকাভুক্ত গীতিকার। জনাব কানন যুক্তরাজ্য, ফ্রান্স, মালয়েশিয়া, ইউক্রেন, দুবাই, ভিয়েতনাম, সিঙ্গাপুর, তুরস্ক, ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়া, ব্রুনাই, পোল্যান্ড, শ্রীলঙ্কা, কম্বোডিয়া প্রভৃতি দেশভ্রমণ করেছেন।

তথ্যসূত্র: ২০২৪ সালে প্রকাশিত খোয়াই নদীর তীরে গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ