আল মুজাহিদী

প্রথম পাতা » জীবনী » আল মুজাহিদী


আল মুজাহিদী

রক্ত মাখা স্বাধীন সূর্য পতাকা উড়িয়ে ভোরের তেজোদীপ্ত সূর্যের নীচে উদ্বিগ্ন উৎকণ্ঠায় অটল দাঁড়িয়ে ষাটের দশকে দ্যুতি ছড়ানো এক সময়কার তুখোড় ছাত্রনেতা ও সংগঠক ছিলেন আল মুজাহিদী। জন্ম ১৯৪০ খ্রিস্টাব্দে গোপালপুর উপজেলার নারুচী গ্রামে। পরবর্তীতে তিনি টাঙ্গাইল শহরে এসে বাস করেন। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন।
তুখোড় ছাত্রনেতা আল মুজাহিদী বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করে করটিয়া সা’দত কলেজে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ পাস করেন।তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। টাঙ্গাইল মহুকুমা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদ অলংকৃত করেন। এক সময় মতদ্বৈততার ফলে ছাত্রলীগ ত্যাগ করে বাংলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্তের লক্ষ্যে পূর্ব পাকিস্তান বাতিল করে পূর্বপাকিস্তান ছাত্রলীগকে বাংলা ছাত্রলীগে রূপান্তরিত করেন।তারপর সক্রিয় রাজনীতি থেকে সুদীর্ঘকাল দূরে থাকেন। তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন ছাত্রজীবন থেকেই লেখালেখির অভ্যাস ছিল। আধুনিক কবিতা রচনায় তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন । ‘ছাত্রলীগ সংগীত’ নামে পরিচিত গানটি তাঁর রচিত। সাম্প্রতিক কালে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রবন্ধ লিখে থাকেন। তাঁর লিখিত প্রবন্ধগুলো মানুষের চিন্তার খোরাক যোগায়। স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী কবি আল মুজিাহিদী এদেশের সুধীমহলে বিশেষ পরিচিত একটি নাম ।বিদেশ ভ্রমণ: আমেরিকা, ভারত, ইরান, ইরাক, দুবাই ।
প্রকাশনা: হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, দূতপারাবত, যুদ্ধ বিরোধী কবিতা ইত্যাদি উল্লেখযোগ্য ।
২০০৩ খ্রিস্টাব্দে তিনি সাহিত্যে একুশে পদক লাভ করেন ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ