মৌসুমী মৌ
প্রথম পাতা » জীবনী » মৌসুমী মৌ২৬ বৈশাখ পুরাতন ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন ‘প্রথাবিরোধী কবি মৌসুমী মৌ’ । ঐতিহ্যবাহী ঐতিহাসিক বিক্রমপুর-এর কাজী কসবা কাজী বাড়ি তাঁর স্থায়ী বসতভিটা । সংস্কৃতিমনস্ক, শিক্ষিত সংস্কারমুক্ত অসাম্প্রদায়িক মা নুরজাহান কাজী ও বাবা মৃত কাজী ওয়াহিদ উল্লাহ’র সান্নিধ্যে আশৈশবে বেড়ে ওঠা, কবিমনের অঙ্কুর সেখানেই প্রোথিত ছিল। পঞ্চম শ্রেণিতে স্কুল বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে যাঁর প্রতিভার উন্মোচন, দেয়ালপত্রিকায় লেখালেখির পাশাপাশি জাতীয় দৈনিকের পাতা বেয়ে যা আজ কাব্যগ্রন্থে রূপ লাভ করেছে। অত্যন্ত ব্যক্তিস্বাতন্ত্র্যে বিশ্বাসী, প্রলোভনে অবিশ্বাসী, স্ব-চেষ্টায় প্রথাবদ্ধ সমাজের বিরুদ্ধে, সুন্দরের সত্য বলায়, আচরণে লেখায় যিনি প্রথাবিরোধী কবি হয়ে উঠেছেন। শৈশবকে ছুটি দিতেই বিটিভি’তে কবিতা আবৃত্তি, গান ও উপস্থাপনা করে আসছেন। তিনি ‘কিচিরমিচির’ জাতীয় শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রথাবিরোধী লেখকসংঘের যুগ্ম মহাসচিব।
তথ্যসূত্র .২০১৮ সালে প্রকাশিত সবকিছু ভণ্ডদের দখলে গ্রন্থ থেকে সংকলিত।