ফখরুল কবির

প্রথম পাতা » জীবনী » ফখরুল কবির


 ফখরুল কবির

মো. ফখরুল কবির বরিশাল জেলার মুলাদী উপজেলার চরলক্ষীপুর গ্রামে ১৯৬৪ সালের ১লা জুন জন্মগ্রহণ করেন। পিতার নাম: মরহুম সুলতান আহম্মদ সিকদার, মাতার নাম: মনোয়ারা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসসি (সম্মান) এবং একই বিভাগ থেকে ১৯৮৮ সালে এমএসসি ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৯৪ সালে ১৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। তিনি সরকারের একজন উপসচিব, বর্তমানে তিনি শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরী শিক্ষা অধিদপ্তরের স্কিলস্ এন্ড ট্রেনিং এনহেন্সমেন্ট প্রজেক্টে উপপ্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।
তিনি নজরুল সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, শরৎ সাহিত্য, শেক্সপিয়ারের সাহিত্যের প্রতি ছোট বেলা থেকেই অনুরক্ত ছিলেন। কিন্তু এর পূর্বে লেখালেখির কাজে খুব একটা বেশি হাত দেননি । ইদানিং অনলাইনে এবং প্রত্রিকায় লেখালেখি শুরু করেছেন । সামাজিক অবক্ষয়, নৈতিকতা, মানবতা বোধ, সার্বজনিন প্রেম তাকে এ কবিতা লেখায় উদ্বুদ্ধ করেছে । পৃথিবী জুড়ে মানবিক বিপর্যয়, নীতি হীনতা, সীমাহীন লোভলালসা, ধর্মান্ধতা, দুর্নীতি, জীবের প্রতি ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা-এসবই কবিতার উপজিব্য বিষয়। কবির প্রথম কবিতা সমাজ সংষ্কারের কবিতা।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ