রূপক বরন বড়ুয়া
প্রথম পাতা » জীবনী » রূপক বরন বড়ুয়া
বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রাম, এনায়েত বাজার, একসময়ের আজগর লেইন এ জন্ম হলেও পৈতৃক বাড়ি চন্দনাইশ উপজেলার, বেপারীপাড়া, সাতবাড়িয়া গ্রামে। লেখাপড়া শুরু মিউনিসিপাল প্রাইমারী স্কুলে এবং কলেজিয়েট স্কুলে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও এম এ পাশ করেন। কর্মজীবন শুরু করেন ব্যাংকার হিসেবে। লেখালেখি শুরু সেই ১৯৭৪ থেকে। ছাত্রজীবনের শুরু থেকে খেলাঘরের সাথে যুক্ত ছিলেন অনেক বৎসর। দীর্ঘদিন লেখালেখি থেকে বিরত থাকলেও কবিতা দিয়েই লেখালেখি শুরু। লিখেছেন প্রবন্ধ ও নিবন্ধ স্থানীয় দৈনিক খবরের কাগজে, ত্রৈমাসিক ম্যাগাজিন ও পত্রিকায় সম্প্রতি অন্তর্জাল, ফেইস বুকে সরাসরি যুক্ত কবিদের নিয়ে বের করেছেন “আধুনিক বাঙলা কবিতা দ্বি-ধারা ১ম খন্ড। ‘ভেসে আছি কালের শরশয্যায়’ হলো প্রথম কাব্যগ্রন্থ। প্রকাশের অপেক্ষায় রয়েছে “আধুনিক বাঙলা কবিতা” দ্বি-ধারা ২ য় খন্ড ।চট্টগ্রামের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ ” শিকড় “।