আসাদ রহমান
প্রথম পাতা » জীবনী » আসাদ রহমান
জন্ম ও বেড়ে ওঠা দিনাজপুরে, যেখানে কেটেছে প্রাতিষ্ঠানিক শিক্ষার ষোল বছর। পড়াশোনার বাকী পর্ব সমাপ্ত হয়েছে ঢাকাতে, ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে। নৃবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্ত্বর শেষ করবার পর নিজেকে একজন উন্নয়নকর্মী হিসেবে নিয়োজিত করবার পাশাপাশি লেখালেখিতে মননিবেশ করেন, যার সূত্রপাত ঘটে সামহোয়ার ইন ব্লগের হাত ধরে। অগ্নি সারথি ছদ্মনামে লেখালেখি করা এই ব্লগার সর্বদা চেষ্ঠা করেছেন তার অর্জনকৃত নৃবৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে তার লেখনীতে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে নিয়ে আসবার। যার স্বীকৃতি স্বরুপ ২০১৬ সালে বাংলাদেশ হতে তিনি ডয়েচে ভেলে কর্তৃক বেস্ট অফ অনলাইন এক্টিভিজম এওয়ার্ডের জন্য মনোনীত হন। লেখালেখিকে তিনি একটা আন্দোলন হিসেবে বিবেচনা করেন এবং তিনি বিশ্বাস করেন লেখনির মধ্য দিয়ে একদিন পৃথিবীর সকল মানুষের বিবেক জাগ্রত হবে, যে বিবেক মানুষের মধ্যে উঁচু-নিচু, ধনী-গরীব, সাদা-কালো, জাত-পাতের সকল বিভেদ ঘুচিয়ে দিয়ে একটা বৈষম্যহীন সমাজ গড়ে দেবে যেখানে মানুষ পরিচিত হবে শুধুই মানুষ হিসেবে।তার লেখা বই-নজরবন্দী।