প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ
প্রথম পাতা » জীবনী » প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ
শিক্ষাবিদ প্রতিষ্ঠাতা, বিশ্বসাহিত্য কেন্দ্র
প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৫ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে অনার্স ও এম.এ. পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্ণাঢ্য
কৃতিত্বপূর্ণ কর্মজীবনের অধিকারী আবদুল্লাহ আবু সায়ীদ ৩০ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বহুমাত্রিক প্রতিভা-সমৃদ্ধ ব্যক্তিত্ব জনাব সায়ীদের কর্মচাঞ্চল্য এখনও এদেশের তরুণ ও যুবসমাজকে অনুপ্রেরণা জোগাচ্ছে।
ষাটের দশকে ‘কণ্ঠস্বর’ সাহিত্য পত্রিকার সম্পাদনার মূল দায়িত্ব পালনের মাধ্যমে তিনি বাংলাদেশে নতুনধারার সাহিত্য-আন্দোলনের সূচনা করেন। এদেশের টেলিভিশনে বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে তিনি পথিকৃৎ । লেখক হিসেবে তিনি যেমন শক্তিমান তেমনি বহুমুখী। কবিতা, প্রবন্ধ, ছোটগল্প, নাটক, অনুবাদ, আত্মজীবনীমূলক রচনা ইত্যাদি মিলিয়ে তাঁর গ্রন্থভাণ্ডারে রয়েছে পঁচিশটি মূল্যবান গ্রন্থ।
আবদুল্লাহ আবু সায়ীদের ব্যক্তিত্বের প্রায় সবগুলো দিককে একসঙ্গে পাওয়া যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক-সত্তায়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনের মাধ্যমে ২ যুগ ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। ‘আলোকিত মানুষ চাই’ শ্লোগান সামনে রেখে তিনি বই পড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় ভিত্তিতে লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে উচ্চতর জীবনবোধের দিকে ধাবিত করেছেন । তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে ইতিবাচক ভূমিকার জন্যও দেশব্যাপী অভিনন্দিত হয়েছেন। ২০০০ খ্রিস্টাব্দ থেকে ডেঙ্গু প্রতিরোধ আন্দোলনে তাঁর ভূমিকা সকলের কাছে প্রশংসিত হয়েছে। সম্প্রতি পরিবেশ-আন্দোলনের নেতা হিসেবে তাঁর সাহসী ও বলিষ্ঠ ভূমিকা দেশবাসীর আস্থা অর্জন করেছে।
শিক্ষাক্ষেত্রে সংগঠক হিসেবে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় টেলিভিশন পুরস্কার ১৯৯৭, জেবুন্নেসা-মাহবুব উল্লাহ ট্রাস্ট পুরস্কার ১৯৯৮, রোটারি সিড পুরস্কার ১৯৯৯, বাংলাদেশ বুক ক্লাব পুরস্কার ২০০০, এম.এ. হক ফাউন্ডেশন স্বর্ণপদক ২০০১ এবং এশিয়ার নোবেল পুরস্কার হিসেবে খ্যাত র্যামন ম্যাগসেসে
পুরস্কার ২০০৪ লাভ করেছেন।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদে ‘একুশে পদক-২০০৫’ প্রদান করা
হয়।