এস এ কে রেজাউল করিম
প্রথম পাতা » জীবনী » এস এ কে রেজাউল করিমএস এ কে রেজাউল করিম পিতা: মরহুম সিদ্দিক বজলে রহমান ,মাতা: মরহুমা রওশন আরা বেগম।বর্তমান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাটে ১৯৫৭ সালের ১৭ মার্চ রবিবার জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় চিলমারী উচ্চ বিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এম.এ. বি.এড ডিগ্রি অর্জন করেন । কর্মজীবনে স্থানীয় শরীফেরহাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, চিলমারী ডিগ্রি কলেজে ইতিহাস বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন । বর্তমানে তিনি আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়ের অধীনে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মজীবন শেষে অবসর জীবন-যাপন করছেন। ১৯৮৭ সালের ১৭ ডিসেম্বর লালমনিরহাট জেলা শহরের শাহীনা আকতার লাভলীকে বিয়ে করেন। তাঁর প্রথম সন্তান ছেলে এস এন শায়ক আহমেদ প্রীতম (ইঞ্জিনিয়ার) আর দ্বিতীয় ও সর্বশেষ সন্তান মেয়ে নাতিকা রেজওয়ানা উচ্ছ্বাস (এলএলএম) । ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি লেখালেখি তাঁর একটি নেশা সেই সাথে দৌহিত্রী ওয়াজিহা মুনতাকা স্বর্গ এর সাথে সময় কাটাতে ভালোবাসেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বিকেলরোদে শখফুল’, ‘রুবাইয়ৎ’, শামুক পিঠে শখফুল স্মৃতি চলে’, ‘শখফুল রিনিঝিনি সাঁঝ উদয়ে’, “শখফুলে বিচিত্রতা দোলে’ ও ‘শখফুল ঘড়ির কাঁটা’ । তিনি চেষ্টা করেন লেখনির মাধ্যমে দেশ, সমাজ সংসারের বিভিন্ন বিষয় তুলে আনতে।