জগদীশ সানা (Jagadish Sana)

প্রথম পাতা » জীবনী » জগদীশ সানা (Jagadish Sana)


 জগদীশ সানা

জন্ম ১৫ মে ১৯৬৭ বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের এক গৃহ পরিবারে। পিতা স্বর্গীয় আশুতোষ সানা। মাতা স্বর্গীয় বনমালা সানা। পাড়ার পাঠশালায়
লেখাপড়ার হাতেখড়ি। গ্রামের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও পরে পাইকগাছা সরকারি হাইস্কুলে ছাত্রজীবনের প্রথম অংশ কাটে। প্রথম লেখা কবিতা ‘বিকৃত পৃথিবীর চেহারা’ প্রকাশিত হয় ‘সাপ্তাহিক খুলনার কালান্তর’ পত্রিকায় সপ্তম শ্রেণিতে পড়ার সময়। মেধাবী ছাত্র হিসেবে সুনাম বরাবরই। খুলনার সুন্দরবন কলেজ থেকে উচ্চ-মাধ্যমিক ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী। কিশোর বয়স থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ আবাসিক হল’র সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় কবিতায় প্রথম। চাকুরির প্রথম কিছুদিন ‘দৈনিক সংবাদ’-এ। এরপর কয়েক বছর শিক্ষকতা। তারপর দীর্ঘ বত্রিশ বছর ধরে দেশের
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় উন্নয়নকর্মী ও উন্নয়ন পরামর্শক। লেখেন কবিতা, ছড়া, রাজনৈতিক নিবন্ধ, পত্রিকার কলাম, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয়, অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার, প্রবন্ধ, ছোটগল্প, উপন্যাস ইত্যাদি। প্রকাশিত গ্রন্থ: — আমি কান পেতে রই’ (কাব্যগ্রন্থ), তৃণমূল সাংবাদিকতা: ধারণা ও কলাকৌশল’ (যৌথ), ‘জনসাংবাদিকতা: স্বরুপ ও পদ্ধতি’, ‘উপকূলের শ্রমিক ও শ্রমশোষণ, ‘আমাদের পরিবেশ আমাদের জীবন’। প্রকাশের পথে গ্রন্থ: ‘সোনালী অন্ধকার’ (কাব্যগ্রন্থ), ‘সন্ধ্যার শেষপাখী’ (কাব্যগ্রন্থ), ‘ঈশ্বরের মিনাবাজার (কাব্যগ্রন্থ), ‘কাঁদে বৃক্ষ অতি সুক্ষ্ম দুঃখ বুকে নিয়ে (কাব্যগ্রন্থ), ‘আজকের ছড়া যুক্তি দিয়ে গড় (ছড়াগ্রন্থ), ও প্রকাশমান ও প্রকাশমান : ‘পথের কথা স্মৃতিকথা)।




আর্কাইভ