মুহঃ ফরহাদ মুর্তাজা প্রধান

প্রথম পাতা » জীবনী » মুহঃ ফরহাদ মুর্তাজা প্রধান


 মুহঃ ফরহাদ মুর্তাজা প্রধান
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়মির্জাপুর গ্রামে ১৯৬৭ সালে জন্মগ্রহন করেন। পিতা: মরহুম মকছুদর রহমান প্রধান, মাতা: বেগম ফজিলাতুন্নেছা। ১৯৮২ সালে শঠিবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি. ও ১৯৮৪ সালে গাইবান্ধা সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারমাইকেল কলেজ, রংপুর থেকে ইংরেজীতে এম.এ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মিঠাপুকুর উপজেলাধীন ছড়ান ডিগ্রী কলেজে ইংরেজীর প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ছাত্রজীবনেই কবিতাঙ্গনে তার পদচারণা এবং পরিবারের মধ্যে কাব্যচর্চা করে নিরবে নিভৃতে কবিতার মাধূর্য উপভোগ করে আসছেন। কিন্তু বাস্তবতার নিরিখে কবিতাগুলো প্রকাশ করবার সুযোগ সৃষ্টি হয়নি। তার এক অনুজ ভ্রাতুষ ভার্যা ড. সামিয়া সুলতানা ও আর এক ছোট ভাই মুহঃ তারেক হোসাইন প্রধান এর ঐকান্তিক ইচ্ছা ও সহযোগীতায় তার কবিতা কাব্যাকারে প্রকাশিত হবার সুযোগ পেল।তার বই-হৃদয় যদি বলে ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ