রিয়াদুল হাসান(Riadul Hassan)

প্রথম পাতা » জীবনী » রিয়াদুল হাসান(Riadul Hassan)


 রিয়াদুল হাসান

রিয়াদুল হাসান ।জন্ম ১৯৮৩। জন্মস্থান গোপালগঞ্জ । বেড়ে ওঠी নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার সেহাচর গ্রামে। বাবা সরকারি কর্মকর্তা এফ আর মাহমুদ হোসেনের অনুপ্রেরণাতে বাল্যকালে বইয়ের জগতে তাঁর বিচরণ আরম্ভ হয়। শিক্ষাসূত্রে বস্ত্র প্রকৌশলী হলেও পেশা হিসাবে তিনি সাংবাদিতাকেই বেছে নিয়েছেন। সমাজ সচেতন সাহিত্য রচনায় প্রসিদ্ধি লাভ
করেছেন। পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর গবেষণাধর্মী নিবন্ধ নিয়মিত প্রকাশিত হয়। সাহিত্য সম্পাদক হিসাবে দৈনিক দেশেরপত্রে কর্মরত রয়েছেন। তুলনামূলক ধর্মতত্ত্ব,
ইতিহাস ও ধর্মীয় শিক্ষায় দূষণ নিয়ে প্রচুর লিখেছেন যা ইতোমধ্যেই সংকলিত হয়ে পুস্তকাকারে প্রকাশিত হয়েছে। এছাড়া সম্পাদনা করেছেন বেশ কয়েকটি গ্রন্থ । তাঁর সম্পাদিত বইগুলোর মধ্যে রয়েছে ‘বিশ্বনবীর (সা.) ভাষণ’ অন্যতম। তাঁর অনুলিখিত বইগুলোর মধ্যে ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষাব্যবস্থা, ধর্মব্যবসার ফাঁদে, ইসলাম কেন আবেদন হারাচ্ছে, DIVIDE & RULE- শোষণের হাতিয়ার, সকল ধর্মের মর্মকথা- সবার ঊর্ধ্বে মানবতা, শ্রেণিহীন সমাজ-সাম্যবাদ ও প্রকৃত ইসলাম প্রভৃতি পাঠকমহলে সমাদৃত হয়েছে। এর বাইরে তিনি বহুসংখ্যক কবিতা ও গান রচনা করেছেন, যা এলবাম ও ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। তিনি সাংস্কৃতিক সংগঠন মাটি মিউজিক’ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর গানে সমাজের অবক্ষয়, নতুন সভ্যতার স্বপ্ন ও সংগ্রাম, রাজনীতির পাশাপাশি প্রেম ও দ্রোহের আবেগময় প্রকাশ ঘটেছে। কাব্যচর্চায় কখনও কখনও তাঁকে ‘সুধাচোর’
ছদ্মনাম ব্যবহার করতে দেখা যায়।

 তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘সুধাচোরের  নষ্ট সময়’  গ্রন্থ  থেকে সংকলিত।




আর্কাইভ