আমানুল হক
প্রথম পাতা » জীবনী » আমানুল হকভাষাসৈনিক আলোকচিত্রী
ভাষা আন্দোলনের ঐতিহাসিক ছবি তুলেছেন যে স্বল্প ক’জন আলোক চিত্রী, আমানুল হক তাদের মধ্যে অন্যতম। ভাষা আন্দোলনের উত্তাল মুহূর্তে শহীদ রফিকের গুলিবিদ্ধ মস্তকের ছবি তাৎক্ষণিক ধারণ করে প্রকাশ করেছিলেন তিনিই- যে ছবি আজ কালের সাক্ষী।
আমানুল হকের জন্ম ১৯২৫ খ্রিস্টাব্দের ৬ নভেম্বর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে। তাঁর পিতার নাম আব্দুল হক ও মাতা হাজেরা খাতুন। আমানুল হকের শিক্ষাজীবন শুরু
শাহজাদপুর মাইনর ইংলিশ স্কুলে। ১৯৪৩ খ্রিস্টাব্দে সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্টেন্স হাইস্কুলে থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।
শুধু রফিকের ছবিই নয়, জীবনের ঝুঁকি নিয়ে এই আলোকচিত্রী ১৯৭১ খ্রিস্টাব্দের বিভীষিকাময় দিনগুলোতে বিধ্বস্ত শহীদ মিনােেরর বেদিতে পাকিস্তানি সামরিক শাসকদের উৎকীর্ণ মসজিদ’ কথাটি কৌশলে তাঁর ক্যামেরায় ধারণ কনে। তাঁর জীবনের সঙ্গে ভাষা আন্দোলন একাত্ম হয়ে আছে। ভাষা আন্দোলন সম্পর্কে আমানুল হক গৃহীত আলোকচিত্র সংবলিত ‘একুশের তমসুক’ ও ইংরেজি সংস্করণ Bangla souvenir’ তাঁর শ্রমশীল চিন্তার ফসল। আন্তর্জাতিক আলোকচিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পঞ্চাশ দশকের গোড়ায় UNESCO world Exihibition of Photography-তে খ্যাতি অর্জন করেন। তার একটি ছবি world best Photography সংকলনে স্থান করে নেয় ।
এক কথায় আমানুল হক ভাষা সংগ্রামী এবং দেশের অগ্রণী আলোকচিত্র গ্রাহক । ভাষা আন্দোলনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমানুল হক-কে ‘একুশে পদক- ২০১১’ প্রদান করা হয় ।