জিল্লুর রহমান
প্রথম পাতা » জীবনী » জিল্লুর রহমান
লেখক জিল্লুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পেশায় প্রকৌশলী। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ ০১ টি, উপন্যাস ১৪ টি, কিশোর উপন্যাস ০৪ টি, গল্পগ্রন্থ ০১ টি এবং ধারাবাহিক উপন্যাস গডফাদার এর ০৩ খণ্ড ।
তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থঃ
উপন্যাস : দুঃখবিলাস খুঁজে ফিরি তারে তবুও আমি তোমার
ছায়াপুরুষ অপেক্ষা
বিজয়িনী
প্রিয়ন্তী
সেই ছেলেটি (কিশোর উপন্যাস) ক্রিকেটার তূর্য (কিশোর উপন্যাস) পরীর স্বপ্ন (কিশোর উপন্যাস) ট্রেন টু ভিলেজ (কিশোর উপন্যাস) শেষ গোধূলি (গল্পগ্রন্থ)।