তানজীনা ফেরদৌস কবিতা(Tanjina Ferdous Kobita)

প্রথম পাতা » জীবনী » তানজীনা ফেরদৌস কবিতা(Tanjina Ferdous Kobita)


তানজীনা ফেরদৌস কবিতা

তানজীনা ফেরদৌস কবিতা বাবা: মো. মোফাজ্জেল হোসেন মা: ফাতেমা হোসেন ছোট ভাই- অমিত হাসান শান্ত তানজীনা ফেরদৌস জন্মেছেন যশোর জেলার চাঁচড়া ইউনিয়নের তপসিডাঙা গ্রামে। বাবা স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক এবং মা গৃহিণী। লেখাপড়া করেছেন যশোরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে। সবশেষে ঢাকায় মোহাম্মদপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইনে সম্মানসহ স্নাতকোত্তর। বর্তমানে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত। তানজীনা ফেরদৌসের লেখালেখির শুরু ছড়া দিয়ে। ছোটবেলায় ‘অংক’ ভয় পেতেন খুব। যখন তৃতীয় শ্রেণিতে পড়তেন—অংক পরীক্ষার দিন সকালে অংক’ নামে প্রথম ছড়া লিখলেন। এভাবেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পড়েন। তারপর একসময় হাতে তুলে নেন অপরূপ হিরন্ময় অস্ত্র কবিতা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝগড়ার বয়স বাড়ুক রচিত হয়েছে আত্ম পরিভ্রমণের অনন্য উপলব্ধি নিয়ে।

তথ্যসূত্র: ২০২৩ সালে প্রকাশিত   ’ঝগড়ার বয়স বাড়ুক’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ