মোঃ সফিকুল আলম
প্রথম পাতা » জীবনী » মোঃ সফিকুল আলম
জন্ম ১৯৭৩ সালের ৬ ফেব্রুয়ারি, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সরকামতা গ্রামে। পিতার নাম মোঃ আতিক উল্যাহ এবং মাতা সামসুন নাহার বেগম । শৈশব কাটে গ্রামেই। ব্রজেরগাঁও খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে এস এস সি পাশের পর চলে আসেন ঢাকায়। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন । বর্তমানে তিনি মতিঝিল আইডিয়ালস্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক পদে কর্মরত। তিনি ম্যাম বাংলা ব্যাকরণ সিরিজ গ্রন্থ রচয়িত। আত্মদহন - তাঁর রচিত প্রথম গল্পগ্রন্থ।