আব্দুল হক চৌধুরী

প্রথম পাতা » জীবনী » আব্দুল হক চৌধুরী


আব্দুল হক চৌধুরী
ইতিহাস গবেষক
আব্দুল হক চৌধুরী। একজন ইতিহাসতত্ত্বের গবেষক ছিলেন। বিশেষ করে চট্টগ্রাম জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস সংগ্রহে ব্রতী ছিলেন তিনি। তিনি ইতিহাস গবেষণায় ব্যুৎপত্তি লাভ করেন চট্টগ্রামের কৃতী সন্তান আব্দুল করিম সাহিত্য বিশারদের সংস্পর্শে আসে।
আব্দুল হক চৌধুরীর জন্ম চট্টগ্রামের নওয়াজিশপুর গ্রামে ১৯২২ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট। তার পিতা শরফুদ্দিন চৌধুরী এবং মাতা মোমেনা খাতুন চৌধুরী। তার শিক্ষা জীবন শুরু রাউজানের নোয়াজিশপুর প্রাথমিক বিদ্যালয়ে। তারপর তিনি জাবুয়া মধ্য ইংরেজি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। নোয়াজিশপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু । পরে ব্যবসা ও বিদ্যাচর্চায় আত্মনিয়োগ করেন । তার উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে রয়েছে চট্টগ্রামের ইতিহাস প্রসঙ্গ । শহর চট্টগ্রামের ইতিকথা, চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতির রূপরেখা, চট্টগ্রাম-আরাকান, চট্টগ্রামের ইতিহাস বিষয়ক প্রবন্ধ, চট্টগ্রামের চরিতাভিধান, চট্টগ্রামের সমাজ ও সংস্কৃতি, সিলেটের ইতিহাস প্রসঙ্গ, বন্দর শহর চট্টগ্রাম, প্রবন্ধ বিচিত্রা, প্রসঙ্গ: প্রাচীন আরাকান ও চট্টগ্রাম, চট্টগ্রামের নামের নতুন উৎস ইত্যাদি ।
চট্টগ্রাম সম্পর্কে অগাধ পাণ্ডিত্যের কারণে তাকে ‘চট্টলতত্ত্ববিধ’ উপাধি প্রদান করা হয়। ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রামের রাউজান অঞ্চলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের ট্রাস্টি ছিলেন তিনি। ২০১১ খ্রিস্টাব্দে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
১৯৯৪ - ২৬ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ