রোখশানা রফিক
প্রথম পাতা » জীবনী » রোখশানা রফিক
জন্ম : ৯ এপ্রিল, ১৯৭২।
শিক্ষা : জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি, এইচএসসি জামালপুর সরকারি আশেক মাহমুদ মহাবিদ্যালয় ১৯৮৯। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন, শান্ত-মারিয়াম ইউনিভর্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজী,ডিগ্রী অন সোশ্যাল স্টাডিজ, ARLT Foundation, Netherlands । কর্মজীবন: রিসার্চ ফেলো, দারিদ্র বিমোচন কর্মসূচি, গ্রামীণ ট্রাষ্ট, গ্রামীণ ব্যাংক। প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) সরকারি এ এইচ জেড ডিগ্রি কলেজ মাদারগঞ্জ, জামালপুর । প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। সহকারী শিক্ষক ডিলি অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, পূর্ব তিমুর। প্রকাশিত গ্রন্থ: ‘কবিতায় কথকতা’, ‘পারিযায়ী পেলিক্যানের দিনলিপি’, ‘একশত একটি হাইকু’, ‘তৃষিত তিমিরে’, ‘মহুয়া মাদল’, ‘মেঠো সুর’, ‘মেঘবতী মন আমার’ ও ‘নৈঃশব্দের পদাবলি’ ভুতের গল্প সংকলন-
অদ্ভুতুড়ে ভূত। গবেষণা অভিসন্দর্ভ: ‘বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে নারী আন্দোলন’ বইটি ।