পিয়ারু সরদার
প্রথম পাতা » জীবনী » পিয়ারু সরদার
ভাষা সংগ্রামী
১৮৯৩ - জন্মগ্রহণ করেন। পুরানো ঢাকার পিয়ারু সরদার শুধু ভাষা সংগ্রামে যোগ দেননি; তিনি শহীদ মিনার নির্মাণেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৯৫২ খ্রিস্টাব্দের ২৩ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে একুশের শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার পিয়ারু সরদার-এর সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। রাষ্ট্রভাষা আন্দোলন পিয়ারু সরদারের মনে গভীরভাবে রেখাপাত করে। তিনি ভাষা আন্দোলনকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন। তাঁর মহল্লার উত্তর পাশেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভাষা আন্দোলন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায়ই পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতো। পুলিশের অভিযানের মুখে ভাষা আন্দোলনকারীগণ পিয়ারু সরদারের মহল্লায় এসে আশ্রয় নিতো। ১৯৫৪ খ্রিস্টাব্দে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শেরে বাংলা এ.কে. ফজলুল হক ভাষা আন্দোলন ও শহীদ মিনার নির্মাণে তাঁর অবদানের স্বীকৃতি দিয়েছেন।
ভাষা আন্দোলনে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ পিয়ারু সরদারকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’ (মরণোত্তর)-এ ভূষিত করা হয় ৷ ১৯৬১ সালে তিনি মৃত্যুবরণ করেন।