অধ্যাপক দ্বিজেন শর্মা

প্রথম পাতা » জীবনী » অধ্যাপক দ্বিজেন শর্মা


অধ্যাপক দ্বিজেন শর্মা


সাহিত্যিক

জন্ম ১৯২৯ সালের ২৯ মে অধ্যাপক দ্বিজেন শর্মা বিগত ষাট বছর ধরে নিরলসভাবে গবেষণা ও সাহিত্যচর্চা করে চলেছেন । তিনি তাঁর রচনার মধ্যে জগদীশচন্দ্র বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার সঙ্গে পরিবেশ- সচেতনতা, নিসর্গপ্রেম ও বাস্তুবিদ্যার সম্মিলন ঘটিয়েছেন । বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর ‘শ্যামলী নিসর্গ’ বাংলাদেশের বৃক্ষের ওপর বাংলা ভাষায় রচিত এক অনন্য গ্রন্থ। তাঁর প্রকৃতিসাহিত্য বাংলা ভাষায় এক নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের দেশজ ও বনাঞ্চলীয় অনেক দুর্লভ গাছের প্রজাতি রক্ষার্থে দ্বিজেন শর্মা অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষা, প্রকৃতি, বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ে ৩০টিরও অধিক গ্রন্থ বাংলা ভাষায় রচনা ও ভাষান্তর করেছেন। তিনি ১৯৬২ -১৯৭৪ সাল পর্যন্ত নটরডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। ভাষা ও সাহিত্যে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক দ্বিজেন শর্মাকে ২০১৫ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়। তিনি ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ