মুহম্মদ নূরুল হুদা (mohamad nurul huha)

প্রথম পাতা » জীবনী » মুহম্মদ নূরুল হুদা (mohamad nurul huha)


মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা
(৩০ সেপ্টেম্বর, ১৯৪৯) সত্তর দশকের একজন বাংলাদেশী প্রথিতযশা কবি। তিনি জাতিসত্তার কবি হিসেবেও পরিচিত। একই সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য-সমালোচক। তার জন্ম ১৯৪৯ খ্রিষ্টাব্দে কক্সবাজার জেলায়। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধ শতাধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় উল্লেখযোগ্য অবাদনের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার এবং ২০১৫ সালে একুশে পদক প্রদান করা হয়। এছাড়াও তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ১২ জুলাই ২০২১ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যোগদানের দিন থেকে তিন বছরের জন্য জনাব মুহম্মদ নুরুল হুদাকে বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত করা হয়।

সাহিত্যকর্ম
বই

শোণিতে সমুদ্রপাত (১৯৭২)

জন্মজাতি (১৯৮৪)
মৈনপাহাড় (১৯৯৫)
ব্যাঙ কুমার
চাঁদের বুড়ো চাঁদের বাড়ি
ছোটদের বেগম রোকেয়া
ছোটদের মাইকেল মধুসূদন দত্ত
ছোটদের রবীন্দ্র জীবনী
ছোটদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ
দেখা হলে একা হয়ে যাই
রাজার পোশাক
রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য
সাত্ ও অন্যান্য
সাত ভাই চম্পা
তুমি যদি জালদাস আমি জালদাসি
শুক্লা শকুন্তালা
আমি একটি খাস প্রজাপাত্র চাই
শোভাযাত্রার দ্রাবিড়ার প্রতি
মাটির নিচে কাট কয়লা হাজার বছর কাতর
আমরা তামাটে জাতি
বার বছরের গল্প
তেলাপোকা
স্বাধীন জাতির স্বাধীন পিতা
হুদা-কথা
আমিও রোহিঙ্গা শিশু
হাজার নদীর দেশ
কবিতার ভবিষ্যৎ ও অন্যান্য প্রসঙ্গ
কবিতার কৌশল
দুটি লাল পাখি ও সব্যসাচী

পুরস্কার ও সম্মাননা

যশোর সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৮৩)
আবুল হাসান কবিতা পুরস্কার (১৯৮৩)
আলাওল সাহিত্য পুরস্কার (১৯৮৫)
আওয়ামী শিল্প সংবর্ধনা (১৯৮৭)
বাংলা একাডেমী পুরস্কার (১৯৮৮)
কক্সবাজার পদক (১৯৮৯)
মহাদিগন্ত সহিত্য পু্রস্কার, কলকাতা (২০০৭)
একুশে পদক (২০১৫)

তথ্যসূত্র: উইকিপিডিয়া




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ