মোঃ মনোয়ার হোসেন
প্রথম পাতা » জীবনী » মোঃ মনোয়ার হোসেন
মোঃ মনোয়ার হোসেন এর জন্ম ১৯৯৫ সালের ২৫শে ডিসেম্বর। নীলফামারী থানা ও জেলার অন্তর্গত লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ী গ্রামে। তিনি সাহিত্যের একজন একনিষ্ঠ পাঠক। খুব ছোটবেলা থেকেই হাতের কাছে যা পেয়েছেন তাই পড়েছেন আগ্রহভরে। আর এভাবেই ছোটবেলা থেকে তার অন্তরে গড়ে ওঠে সাহিত্য প্রীতি। এখনও তিনি লেখার থেকে সাহিত্য পাঠকে গুরুত্ব দেন বেশি। “গল্প যুগল” তার প্রথম বই। তিনি আজীবন নিজেকে সাহিত্য চর্চায় উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে তিনি প্রাতিষ্ঠানিকভাবেও বাংলা বিষয়ের উপর অধ্যয়নরত।তার লেখা বই- গল্প যুগল।