বিমল সরকার

প্রথম পাতা » জীবনী » বিমল সরকার


 বিমল সরকার

জন্ম ১৯৭৯ সালের ৩১ জানুয়ারি, বাংলাদেশের গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্গত খামার পীরগাছা গ্রামে। ঠাকুরদা স্বর্গীয় হরেন্দ্রনাথ সরকার, পিতা স্বর্গীয় হেমন্ত চন্দ্র সরকার ও মাতা লতা রাণী সরকার। শৈশব ও কৈশোর কেটেছে গ্রামের মাটি ও মানুষের স্নেহচ্ছায়ায়। মীরপুর সরকারী প্রাথমিক ও তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ে তিনি মেধা বৃত্তি লাভ করেন এবং শিক্ষকদের মনোভূমে হয়ে ওঠেন প্রিয় ছাত্রদের একজন। বহু প্রতিকূলতা দেখা যায় তাঁর উচ্চ শিক্ষার জীবনে। কিন্তু এই সব মৌলিক চাহিদারূপী প্রতিকূলতার বিড়ম্বনা দমিয়ে রাখতে পারেনি উচ্চাকাঙ্ক্ষী বিমলকে ! এগিয়ে যাবার আদম্য সংকল্পে তিনি জীবনের কঠিন মূহুর্তে সাহসী সিন্ধান্ত নিয়েছেন। বহুমুখী এবং বহুরুপী প্রচেষ্টায় তিনি পাড়ি দিয়েছেন জীবন সন্ধিক্ষণের অনেক বিচিত্র পর্ব !
অধ্যয়ন করেছেন গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে। যন্ত্রণায় নিমজ্জিত থাকার যে বেদনা তা মর্মে মর্মে অনুধাবন করার মাঝেও স্বপ্নের জাল বুনতে পিছপা হননি আশৈশব সম্মানিত এই কবি ! পরিবার পরিজনের অভাব অভিযোগ আর দেশ মাতৃকার কথা চিন্তা করে জীবনের বৃহত্তর স্বার্থে পরিশেষে পাড়ি জমান আমেরিকায়! সেখানে প্রথমে চাকুরী ও পরে অধ্যয়ন করেন আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসের রাজধানী অস্টিনের কম্যুনিটি কলেজে (ACC)। এরপর নতুন কিছু সৃষ্টি করার লক্ষ্য নিয়ে তিনি উদ্যোক্তা (entrepreneur) হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হন। বিশ্ববরেণ্য অনেক ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ ঘটে তার।তার লেখা বই, অস্তিত্বের আমি।

তথ্যসূত্র .২০২০ সালে প্রকাশিত  অস্তিত্বের আমি গ্রন্থ থেকে সংকলিত   




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ