শোয়েব মোঃ কামাল

প্রথম পাতা » জীবনী » শোয়েব মোঃ কামাল


 শোয়েব মোঃ কামাল

শোয়েব মোঃ কামাল একজন কৃষিবিদ ও প্রবাসী কবি। সুদূর প্রবাসে থেকেও তিনি দেশের কথা, দশের কথা ভাবেন এবং তা নিয়ে লেখালেখি করেন। কুমিল্লা জেলার কোতয়ালি (বর্তমান সদর দক্ষিণ উপজেলা) থানাধীন শাকতলা গ্রামে মাতুলালয়ে ১৯৬১ সালে এ কবির জন্ম। দাদার বাড়ি একই উপজেলার কিং বামিশা গ্রামে। তাঁর বাবার নাম মরহুম আব্দুল মজিদ এবং মায়ের নাম মরহুমা জাহানারা বেগম। স্ত্রী মুনিরা খাতুন কাজল, মেয়ে নোশিন ও ছেলে সামিকে নিয়ে তাঁর প্রবাসী পরিবার।
তিনি রাজধানীর মতিঝিল পোস্ট অফিস হাই স্কুল থেকে এসএসসি এবং কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা থেকে এইচএসসি পাশ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ (১৯৭৯-৮০ ব্যাচ) হতে বিএসসি ফিশারিজ (অনার্স) এবং এমএসসি ফিশারিজ ইন্‌ একুয়াকালচার এন্ড ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেন। তিনি নরওয়ে সরকারের পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ NORAD অর্জন করেন। একই সময়ে তিনি অস্ট্রেলিয়াতেও বৃত্তিসহ পড়ার সুযোগ পান এবং ২০০১ সালে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি থেকে ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
সমসাময়িক প্রসঙ্গ এবং যাপিত জীবনের অসঙ্গতি কবিকে ভাবায়। এই ভাবনা খুব সহজ ভাষায় উঠে এসেছে তাঁর কবিতায়। স্কুল জীবন থেকে দেয়াল পত্রিকা প্রকাশ ও লেখালেখির প্রতি তাঁর আকর্ষণ ছিল। বিশ্ববিদ্যালয় জীবনেও তিনি তা ধরে রাখেন। তিনি বাংলাদেশের বিভিন্ন পত্রিকা/ ম্যাগাজিনে লেখালেখি করেছেন। প্রবাস জীবনে দেশের প্রতি প্রচণ্ড টান তাঁকে বাংলা ভাষায় লেখালেখির প্রতি আকৃষ্ট করে রাখে।
প্রকাশিত কবিতাগ্রন্থ: “বসন্ত জোছনা ফিরে যায়’, ‘এসো ভিজি নূরের জোছনায়।
প্রকাশিতব্য যৌথ অণুগল্প সংকলন: ‘গল্পচূর্ণ ১০০ পূর্ণ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ