বি.এম. জাকির হোসেন(zakir hossain)

প্রথম পাতা » জীবনী » বি.এম. জাকির হোসেন(zakir hossain)


বি.এম. জাকির হোসেন

বি.এম. জাকির হোসেন মাগুরা জেলার মহম্মদপুর থানার সিন্দাইন গ্রামে মহম্মদ মোল্যা ও মাজেদা বেগমের ঔরসে ১৯৭৭ সালে ২৭ মার্চ জন্ম গ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী শেষে বেশ কিছুদিন চাকরি করার পর আপন সত্ত্বার সন্ধানে ব্রতী হন। প্রকাশিত গ্রন্থ : ‘সুন্নাত আর মানবতা ভিন্ন নয় একই কথা’, অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত হয় ‘জঙ্গীবাদ ও ইসলাম কোন সত্যটা জানলাম’ আল্লাহ এবং মানুষ তত্ত্ব নিজকে চেনো পাবে সত্য’ লেখকের তৃতীয় গ্রন্থ ।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত আল্লাহ এবং মানুষ তত্ত্ব নিজকে চেনো পাবে সত্য’  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ