ঝর্ণাধারা চৌধুরী
প্রথম পাতা » জীবনী » ঝর্ণাধারা চৌধুরী
সমাজসেবক
ঝর্ণাধারা চৌধুরী চট্টগ্রামের প্রবর্তক সংঘের শিক্ষিকা এবং অনাথালয়ের তত্ত্বাবধায়ক হিসেবে মানবসেবায় ব্রতী হন। অনাথ শিশুদের জীবন গঠনে তিনি মূল্যবান ভূমিকা পালন করেছেন। সেবা প্রেরণা দিয়ে তিনি শিশুদেরকে আত্মপ্রত্যয়ী ও স্বাবলম্বী করে গড়ে তুলেছেন। ১৯৪৬ খ্রিস্টাব্দ থেকেই ঝর্ণাধারা চৌধুরী মহাত্মা গান্ধীর অনুসারীদের সঙ্গে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াগে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম ট্রাস্টের সঙ্গে যুক্ত হন। গান্ধীদর্শন অনুসারেই তিনি সকল কার্যক্রম পরিচালনা করছেন। বর্তমানে তিনি এ ট্রাস্টের সচিব হিসাবে কর্মরত।
১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ চলাকালে ঝর্ণাধারা চৌধুরী প্রবর্তক সংঘের প্রায় ৫০০ শিশু ও কিশোরীকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাঁচিয়ে আগরতলা নিয়ে যান। সেখানে তিনি ত্রাণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ঝর্ণাধারা চৌধুরী নারী অধিকার প্রতিষ্ঠা এবং মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে সর্বদা সক্রিয় ছিলেন। শিক্ষা বিার, নারী উন্নয়ন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন পদক এবং সম্মাননা পেয়েছেন। ভারত সরকার কর্তৃক তিনি ‘পদ্মশ্রী’ পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন । সমাজসেবায় গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ ঝর্ণাধারা চৌধুরীকে ২০১৪ খ্রিস্টাব্দের ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।