খালেদ মাহমুদ (Khaled Mahmud)

প্রথম পাতা » জীবনী » খালেদ মাহমুদ (Khaled Mahmud)


 খালেদ মাহমুদ

খালেদ মাহমুদ।জন্ম ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। পেশায় সরকারি চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশার পাশাপাশি কাব্যচর্চায় রয়েছে তার গভীর আগ্রহ। শৈশব হতেই কবিতা লেখার শুরু । কবিতা ও সাহিত্যকে তিনি মনে করেন জীবনের অবিচ্ছেদ্য অংশ । কবি চিন্তা ও চেতনাকে আঁকতে প্রয়াস পান কবিতার শরীরে। বাস্তবতা ও পরাবাস্তবতার কাঠামোয় নির্মিত হয় তার কবিতার শরীর । উন্মোচিত হয় মূল্যবোধের স্বরূপ । ‘রোদ্দুরের প্রতীক্ষায়’ তার তৃতীয় কাব্যগ্রন্থ । কাব্য সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বঙ্গসভা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখার ” বঙ্গসভা পুরস্কার ২০২৩” অর্জন করেন।  লেখকের অন্যান্য বই
বর্ণিল অস্তিত্বের ঠিকানা- ঐতিহ্য (২০১১)
নির্জর শিকড়— ঐতিহ্য (২০১২)

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘রোদ্দুরের প্রতীক্ষয়’  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ