মোঃ ইসাহাক আলী ( md. esahak ali)

প্রথম পাতা » জীবনী » মোঃ ইসাহাক আলী ( md. esahak ali)


মোঃ ইসাহাক আলী
মোঃ ইসাহাক আলী  ১৯৫৮ সনের ৮ই এপ্রিল রাজশাহীর বাগমারা থানার অন্তর্গত হায়াতপুর গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৭৯ সনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন । শৈশবকাল থেকেই তিনি চরম দৈন্যতার মধ্য দিয়ে দিনযাপন করেন । কর্ম জীবনে তিনি ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক । ২০১৮ সনে সহকারি প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন । পেশায় শিক্ষক হলেও তিনি নেশায় লেখক । তাঁর লেখা প্রথম প্রকাশিত বই “শিক্ষকের সংসার” (১৯৯৪)। তাছাড়াও তিনি বেশ কিছু উপন্যাস রচনা করেন । তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস গুলোর মধ্যে রয়েছে- ‘আহত প্রেমের কান্না’, ‘প্রীতির বন্ধন’, ‘সীমান্ত এক্সপ্রেস’, “বাঁকা ঠোঁটের হাসি’, ‘রাজপ্রাসাদ’, ‘ভোরের কুয়াশা’, ‘সাঁওতালের মেয়ে’, ‘কালো মেয়ে’, ‘রঙ্গিলা’, ‘ডাক পিয়ন’, ‘নিঝুম রাতের তারা’, ‘নীল সাগরের ঢেউ’ । এছাড়াও কিছু ছোট গল্পও তিনি রচনা করেন যেমন- ‘ভোরের ট্রেন’ (প্রকাশিত ২০১৮), “শাপলা ফুলের বন্ধনে’, বন্ধনে’ ‘প্রতিবন্ধী বাঁশিওয়ালা’, ‘সন্ধ্যা তারা’, ‘ব্রাশ ফায়ার’, ‘একাত্তরের ক্ষুদে গোয়েন্দা’, ‘খোঁপার কাঁটা’, ‘প্রেয়সীর রাঙা চরণ’, ‘প্রেমের অপমৃত্যু’, ‘সব্যসাচি’ ছন্নছাড়া।

তথ্যসূত্র: ২০২০ সালে প্রকাশিত  ছন্নছাড়া গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ