নাঈম মাহমুদ মিথেল ( nayeem mahmud mithel)

প্রথম পাতা » জীবনী » নাঈম মাহমুদ মিথেল ( nayeem mahmud mithel)


নাঈম মাহমুদ মিথেল
 নাঈম মাহমুদ মিথেল

টাঙ্গাইল জেলাস্থ কালিহাতী থানার অন্তর্গত বংশাই তীরবর্তী শালতমাল ঘেরা নাগবাড়ী খিলগাতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ক্রমান্বয়ে লেখাপড়া করেন নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে।
তিনি পেশায় একজন বস্ত্র প্রকৌশলী ও বর্তমানে কর্মরত আছেন ডিবিএল গ্রুপে। সাহিত্য ও সমাজ সেবার লক্ষে তিনি প্রতিষ্ঠা করেন ‘বাংলাদেশ সাহিত্য পরিষদ’ নামের সংগঠন যা নবীনদের সাহিত্যচর্চায় যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে। তিনি শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ইউকে ভিত্তিক সংগঠন ‘মাই বডি ইজ মাই বডি’ এর এম্বাসেডর হিসেবে কাজ করে চলেছেন। তাছাড়া তিনি অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথে যুক্ত আছেন এবং শিশুদের কল্যাণে কাজ করার জন্য এম্বাসেডর ওয়ার্ল্ড অব পিস আই.আই.এফ.টি ইজিন্স তাকে ওয়ার্ল্ড পিস স্পেশালিস্ট সম্মানে ভূষিত করে। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ সাহিত্য পরিষদকে সমন্বিত করে ‘কবিতায় মানবাধিকার’ শিরোনামে একটি ইভেন্ট এর আয়োজন করেন যা ব্যাপক সারা ফেলে ।
তার সাহিত্যকর্মের জন্য বিভিন্ন সাহিত্য সংগঠন তাকে নানাভাবে সম্মানিত করেছে, তরুণ কবি সংগঠক হিসেবে তিনি ভিন্নমাত্রা এওয়ার্ড ২০১৯ এর সেরা কবি সংগঠক নির্বাচিত হয়েছেন।
তথ্যসূত্র: .২০২০  সালে প্রকাশিত  বোধের জমিনে বাঘের থাবা  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ