নায়লা ( naila)
প্রথম পাতা » জীবনী » নায়লা ( naila)নায়লা জন্ম দিল্লীতে। তার দাদা, নানার বাড়ি ভারতে। তিনি আকবর বাদশা পরিবারের নিয়ে। বাবা: মো: মোস্তাকীম খান, মা: সারওয়ারী খানম। সাত ভাইবোনের মাঝে তিনি দ্বিতীয়। শিক্ষাগত যোগ্যতা: এম. এ । পেশায় শিক্ষিকা এবং ব্যবসায়ী। স্বামী : এ এস এম কামরুজ্জামান পাইলট। ব্যক্তিগত জীবনে এক পুত্র এবং এক কন্যার জননী। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। স্কুলজীবনে দেয়াল পত্রিকায় লিখতেন। দৈনিক আলোকিত সকাল, মানবকণ্ঠ, অনলাইন ভোলা বাণী সংবাদপত্রে তার কবিতা ছাপা হয়েছে। লালমনিরহাট জেলার দৈনিক আলোকিত সকাল পত্রিকায় তার “শান্তি” কবিতাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। Sian Agro Fishery Project, বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সিয়ান কল্যাণ ট্রাস্টের সাথে তিনি ওতোপপ্রোতোভাবে জড়িত। পাটগ্রাম মহিলা আওয়ামীলীগের প্রচার সম্পাদিকা। ত্যাগী নেত্রী হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন । গার্লস গাইড, রেডক্রিসেন্টের নেত্রী ছিলেন। খেলাধুলায় বাস্কেট বলে চ্যাম্পিয়ন হয়েছিলেন। J. P.M International group company তে ED হিসেবে ৮ বৎসর ধরে কর্মরত। তার নিজস্ব কোম্পানি Sian International company. তিনি student visa করেন। তার মনোছবি - স্কুল প্রতিষ্ঠা করা। কবি হয়ে মানুষের মনে মানবতা জাগাতে চান, জ্যোতি ছড়িয়ে সৃষ্টির কল্যাণে নিজেকে নিবেদিত করতে চান।
তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত তষ্ণার্ত মন গ্রন্থ থেকে সংকলিত।