ড.দেলোয়ার হোসেন (dr. delowar hossen)
প্রথম পাতা » জীবনী » ড.দেলোয়ার হোসেন (dr. delowar hossen) ড.দেলোয়ার হোসেন লেখক ১৯৪৩ সালের ১৩ই মার্চ চাঁদপুর জেলার কচুয়া থানার পাড়াগাও নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একাধারে শিক্ষক, লেখক, প্রকাশক, প্রিন্টার ও সমাজসেবক। ষাটের দশকে মহিলাদের শিক্ষা সম্প্রসারণে নিজ অর্থ ব্যয়ে রহিমানগরে একটি গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ।
গ্রামের স্কুলে লেখকের হাতেখড়ি। প্রিয় শিক্ষক শ্রী ভারত বাবু, তার কথা লেখক এখনও শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। পঞ্চাশ দশক থেকে লেখকের ঢাকায় বসবাস শুরু এবং ঢাকা থেকেই তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক সমাপ্ত করে ষাটের দশকে উচ্চ শিক্ষার্থে বিলেতে পাড়ি জমান। ব্রাডফোর্ড ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা ইন ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেফিল্ড ইউনিভার্সিটি থেকে এম. টেক ও বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে পি.এইচ.ডি ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে দেশে ফিরে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং করপোরেশনে যোগ দেন । ১৯৭৫ সালে করপোরেশনের চাকুরিতে ইস্তফা দিয়ে ইরাকের বসরা ইউনিভার্সিটিতে যোগ দেন। আশির দশকে দেশে ফিরে পুনরায় করপোরেশনের চাকুরীতে যোগ দেন। তিনি আই.ইউ.বি.টিতে এসোসিয়েটেড প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন। সালে তিনি পুনরায় বিলেতে ২০০০ সালে তিনি পুনরায় বিলেতে পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানেই শিক্ষকতা, গবেষণা ও সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত।
তথ্যসূত্র: .২০১০ সালে প্রকাশিত লন্ডন টু ঢাকা বাই রোড গ্রন্থ থেকে সংকলিত।