আশ্রাফুল আপন ( asshaful apon)
প্রথম পাতা » জীবনী » আশ্রাফুল আপন ( asshaful apon)আশ্রাফুল আপন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে ভূঁইয়া গ্রামে ১৯৮৮ সালে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মোহাম্মদ আবদুল ওয়াহিদ খোকন এবং মাতা তাহেরা বেগম চুকু। তিনি ২০০৩ সালে জাহাজমারা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাস করেন। পরবর্তীতে তিনি নোয়াখালী সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই কলেজ থেকে সম্মান (হিসাববিজ্ঞান) এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । ছাত্র জীবনে তিনি সর্বদা সাংস্কৃতিক মনা ছিলেন। তিনি রচনা প্রতিযোগিতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক, গনগন্থাগার কর্তৃক, ডিএনসিসি কর্তৃক প্রথম পুরস্কার প্রাপ্ত হন। এছাড়া তিনি মুখাভিনয়, কিরাত প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত হন এবং সাঁতার প্রতিযোগিতায় পদক প্রাপ্ত হন । তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য। তিনি শিক্ষাজীবনের পাশাপাশি বিভিন্ন কে.জি স্কুল-হাই স্কুল-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় কলেজের স্বনামধন্য শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অধীনে ওয়্যারহাউজ সুপারিনটেনডেন্ট পদে কর্মরত আছেন ।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত উন্নয়নে উন্নয়নে স্বদেশ গ্রন্থ থেকে সংকলিত।