রাকিব হোসাইন তাওকীর ( rakib hossain taokir)

প্রথম পাতা » জীবনী » রাকিব হোসাইন তাওকীর ( rakib hossain taokir)


রাকিব হোসাইন তাওকীর

 রাকিব হোসাইন তাওকীর 

জন্ম ২৪ নভেম্বর ২০০২ কুমিল্লার লাঙ্গলকোটে। শৈশব-কৈশোরে বেড়ে ওঠা খাগড়াছড়ির পানছড়িতে। বয়সের স্বল্প এ গাণিতিক সংখ্যাটাতে সমস্ত মানুষের নানাবিধ পাগলামি দেখা দেয়। রাকিবের পাগলামি স্বপ্নকে ছুঁয়ে দেখার। লেখালেখির হাতেখড়ি কুমিল্লার ঐতিহ্যবাহী মৌকারা আলিয়া থেকে। পড়ছেন ঢাকার দারুননাজাতে উচ্চমাধ্যমিক ( আলিম) শ্রেণির প্রথম বর্ষে। জীবন চলার এ পথে রঙিন অথবা ধূসর কতো কিছুরই সম্মুখীন মানুষ হন। সেসব দেখে কেউ ভাবেন কেউ ছবি আঁকেন কেউবা শব্দের শিল্পরসে বুনেন ছড়া কবিতা। ব্যক্তি জীবনে সবাইকে ছাড়িয়ে যাবার ইচ্ছে তার নেই। একজন ভালো মানুষ হয়ে শিল্পমনে বেঁচে থাকতে চান শুধু। অর্জনের ঝুলিও শূন্যের ঘরে। বাঁক পেরুলেই আলোর নদী তার প্রথম প্রকাশিত বই।

তথ্যসূত্র:  ২০২০ সালে প্রকাশিত বাঁক পেরুলেই আলোর নদী  গ্রন্থ থেকে সংকলিত।