নূরে কাওসার তালুকদার অনুপা

প্রথম পাতা » জীবনী » নূরে কাওসার তালুকদার অনুপা


নূরে কাওসার তালুকদার অনুপা
পিতা- মোঃ আবু তাহের তালুকদার, মাতা- শেখ শাহনাজ বেগম মিলি, ১৯৯৯ সালের ১লা নভেম্বর সৈয়দ বংশে অনুপার জন্ম হয়। তার পৈত্রিক নিবাস গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন জানিপুর গ্রামে।
বর্তমান ঠিকানা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন পারআমলাগাছী গ্রামের ঢোলভাংগা নামক স্থানে বর্তমানে অনুপা ইডেন কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী অনুপার দাদুরা ছিলেন প্রসিদ্ধ জমিদার। জমিদারী উচ্ছেদ হওয়ার পর তারা গাইবান্ধা জেলার প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন ও খ্যাতি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী কর্তৃক তার দাদুদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভষিভূত হয় ও সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়। তার পূর্ব পুরুষ এসেছিলেন মিরাটের নবাব পরিবার থেকে ১৮৪৭ সালে। এদেশের মাটি ও মানুষের সাথে মিশে গিয়েছিলেন তারা। জমিদারী আমলে তাদের অর্থ ও সম্পদে এদেশের জনগণের কল্যাণমূলক অনেক প্রতিষ্ঠান কালের স্বাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে। অনুপার নানী নূরজাহান বেগম মানসিক ভারসাম্য হারাবার কারণে তার মাতা বেড়ে উঠে খালু জাতীয় নেতা শহীদ ক্যান্টেন মনসুর আলী ও খালা আমেনা মনসুরের স্নেহ ছায়ায় ।
ইতিমধ্যে তার লেখা কাব্যগ্রন্থ “সকলের মাঝে”, “আমাদের বঙ্গবন্ধু” গল্পের বই “ড্রীম বয়”, উপন্যাস “তুমি আর নেই সেই তুমি”, “পাংখা মামার টি স্টল” এবারের বই মেলায় প্রকাশিত হচ্ছে, অনুপার ছোটগল্পের বই ‘বসন্ত এসে গেছে’ লেখা একটি বিশেষ ছোটগল্প ।