মুহাম্মদ জাভেদ হাকিম (md.javed hakim)

প্রথম পাতা » জীবনী » মুহাম্মদ জাভেদ হাকিম (md.javed hakim)


মুহাম্মদ জাভেদ হাকিম

 মুহাম্মদ জাভেদ হাকিম   ১৯৭৪ সালের ২৮শে অক্টোবর আদি ঢাকার বুড়িগঙ্গা নদী তীরবর্তী বাদামতলীতে এক সুফি মুসলিম পরিবারে জন্ম। ব্যবসায়ী আবদুল হাকিম ও মাহমুদা বেগমের জ্যেষ্ঠ সন্তান।
পড়ালেখার হাতেখড়ি আদি ঢাকার হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয় হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ।
ব্যবসার পাশাপাশি বেশ ভ্রমণপ্রিয় মুহাম্মদ জাভেদ হাকিম। সময় পেলেই ছুটে যান প্রকৃতির কাছে। গভীর মমতায় উপলব্ধি করেন স্রষ্টার সৃষ্টি। তিনি বিশ্বাস করেন প্রকৃতির মাঝেই রয়েছে মানুষের আসল সুখ। নানা নয়নাভিরাম স্থান ভ্রমণ করতে করতে একসময় নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে। লেখাগুলো বেশ পাঠকপ্রিয় হয়।
ভ্রমণ নেশায় আসক্ত মুহাম্মদ জাভেদ হাকিম একসময় পাঠকের কাছে নিজের দেশকে তুলে ধরার উদ্যোগ নেন। লিখেন ছুটে যাই প্রকৃতির রাজ্যে।

তথ্যসূত্র: ২০১৯ সালে প্রকাশিত ছুটে যাই প্রকৃতির  রাজ্যে  গ্রন্থ থেকে সংকলিত।