হাসান অরিন্দম (hasan arimdom)

প্রথম পাতা » জীবনী » হাসান অরিন্দম (hasan arimdom)


হাসান অরিন্দম

  হাসান অরিন্দম   জন্ম দেশ স্বাধীনের কিছুকাল পর ঝিনাইদহ শহরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর (প্রথম শ্রেণীতে প্রথম স্থান)। বর্তমানে সরকারি কলেজের সহকারী অধ্যাপক। প্রকৃত নাম কামরুল হাসান পরিচয়ে একাধিক গ্রন্থ প্রকাশের পর পাঠক-লেখক মহলে নাম-সংকট এড়াতে কেবল হাসান অরিন্দম নামেই লেখা ও গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নেন। প্রকাশিত অন্যান্য গ্রন্থ : একজন মানুষের সম্ভাবনা (প্রবন্ধ), হ্যান্স ক্রিশ্চিয়ান এ্যান্ডারসনের নির্বাচিত রূপকথা: সত্যিকারের রাজকন্যার গল্প (অনুবাদ), ক্রিকেটবিকেল ও একটি দোয়েল পাখি
(কিশোরগল্প), বিদ্যাছায়াবিদ্যা ও অন্যান্য গল্প (ছোটগল্প সংকলন), আবুল মনসুর আহমদের আয়না : বিষয় ও প্রকরণ (সম্পাদিত গ্রন্থ)।

তথ্যসূত্র: .২০১০  সালে প্রকাশিত   কালো সাপের কিংবা সাপের কালো অথবা নীল (ওপফে ব্ল্লু) গল্প গ্রন্থ থেকে সংকলিত।