কামাল আহমেদ (kamal ahmed)

প্রথম পাতা » জীবনী » কামাল আহমেদ (kamal ahmed)


কামাল আহমেদ

কামাল আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারের আশ্রাবপুর গ্রামে এক বনেদী মুসলিম পরিবারে জন্ম- ১৯৭৫ সালের ১৫ই জানুয়ারিতে। তিনি তাঁর পরিবারের সুশিক্ষিত বারো ভাইবোনের মধ্যে নবম।
পিতা প্রয়াত মুহম্মদ মহসিন মিয়া পেশাগত জীবনে পাকিস্তান- পূর্ব বাংলা পুলিশে ওসি ছিলেন; যিনি মরমী ভাবধারা অন্তরে ও চেতনায় লালন করতেন। তিনি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে এক তেজোদৃপ্ত পুরুষ ছিলেন। তাঁর পিতা মরহুম কাজী মফিজ মিয়া ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত বাংলায় কাছারে গিয়ে লেখাপড়া করেন, অতঃপর সরকারি চাকরি করতেন। মাতা- মরহুমা আকারুন নাহার একজন বিদুষী নারী ছিলেন। তাঁর বাবা মহালদার আহম্মদ উল্লাহ ভূঁইয়ার পরিবার মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার স্বনামে খ্যাত এক বনেদী পরিবার; যে ধারা আজো বহমান।
কামাল আহমেদ ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত আছেন, যদিও একজন প্রচারবৈমুখ্য নিভৃতচারী মানুষ। ছাত্রজীবনে তিনি সাহিত্য সংস্কৃতিতে বহু প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নব্বই দশকে তাঁর লেখা কয়েকটি নাটিকা গ্রামীণ উৎসবসমূহে মঞ্চায়িত হয়ে প্রশংসা কুড়িয়েছে।
উনার একটি উপন্যাসসহ কয়েকটি কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি রয়েছে। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-’আবর্তিত ছায়াবৃত্ত’, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ‘প্রহসনে প্রণয় দুর্গ’ । তিনি খোয়াই সাহিত্য পরিষদ ও চুনারুঘাট কবি পরিষদ-এর সাথে জড়িত আছেন। তিনি দেশের বৃহত্তম সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ‘ভালবাসার গান কবিতা ও গল্পকথা’র ‘গুণীজন সম্মাননা- ২০১৬’-তে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননায় ভূষিত হয়েছেন। বর্তমানে এর পরিচালক হিসেবে যুক্ত এবং এর নিয়মিত সাহিত্য প্রকাশনা ত্রৈমাসিক ‘আমাদের গল্পকথা’র সহ-নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি 1 কামাল আহমেদ মাঝে অনেক বছর সাহিত্য জগৎ থেকে দূরে থাকলে ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা ও অনলাইনে বেশ সরব। “দৈনিক গণমাধ্যম’, প্রতিষ্ঠিত সাহিত্য মাসিক ‘অবসর’, ‘দৈনিক হবিগঞ্জের বাণী’, ‘দৈনিক ডোনেট বাংলাদেশ’,-সহ অনেক পত্রিকায় নিয়মিত লিখছেন তিনি। সর্বকালের এপার ওপার বাংলার সকল কবিদের লেখা নিয়ে প্রকাশিত- “কবিকোষ’ গ্রন্থে তাঁর কবিতা ও পরিচিত স্থান পেয়েছে।
কর্মজীবনে তিনি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক । তিনি চেতনায় পিতার মরমী ভাবধারার একজন উত্তরপুরুষ।
তথ্যসূত্র: ২০১৮ সালে প্রকাশিত প্রহসনে প্রণয় দুর্গ গ্রন্থ থেকে সংকলিত।